|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৩ ০৩:২৭ অপরাহ্ণ

লিবিয়ায় শরণার্থী জাহাজ ডুবি, বহু হতাহতের আশঙ্কা


লিবিয়ায় শরণার্থী জাহাজ ডুবি, বহু হতাহতের আশঙ্কা


লিবিয়ায় শরণার্থী বোঝাই একটি ‘মর্মান্তিক’ জাহাজডুবির ঘটনা ঘটেছে। নারী ও শিশুসহ অন্তত ৬১ জন শরণার্থী ও অভিবাসী প্রত্যাশী পানিতে ডুবে গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির লিবিয়া অফিস জীবিতদের বরাত দিয়ে জানায়, নৌকাটিতে প্রায় ৮৬ জন যাত্রী ছিল। আইওএমের লিবিয়া কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারা থেকে জাহাজটি ছেড়ে যাওয়ার পর প্রবল ঢেউয়ের আঘাতে ডুবে যায়।

এতে ‘বিপুল সংখ্যক অভিবাসী’ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ইতালি হয়ে ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্র যাত্রার ঝুঁকি নেয় অভিবাসী প্রত্যাশীরা। এক্ষেত্রে তাদের প্রধান প্রস্থান পয়েন্ট  লিবিয়া এবং তিউনিসিয়া।

 

আইওএম অফিস জানিয়েছে, সর্বশেষ ঘটনায় নিহতদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক এবং প্রায় ২৫ জনকে উদ্ধার করে লিবিয়ার ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫