রবীন্দ্রসংগীতের আসর ছায়ানটে

আজ শনিবার বর্ষণমুখর সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের আসর বসেছিল ছায়ানটে। ‘বিস্ময়ে জাগে আমার প্রাণ’ শিরোনামে এই আসর অনুষ্ঠিত হয় ছায়ানট সংস্কৃতি ভবনের প্রধান মিলনায়তনে। সংগীতশিল্পী তানজিলা তমার উপস্থাপনায় এ আসরে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন আব্দুল্লাহ আল মামুন, মীযানুর রাহমান তাসলীম ও তাজমিলুর রহমান।
আব্দুল্লাহ আল মামুন একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেড অব কমিউনিকেশন হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সঙ্গে শিল্পী হিসেবে যুক্ত রয়েছেন। অন্যদিকে তাজমিলুর রহমান একটি বেসরকারি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করছেন। পাশাপাশি নিয়মিত সংগীত চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি গান শিখছেন মনীন্দ্র নাথ রায়ের কাছে।
সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া এ আসরে শিল্পীরা একে একে ‘এমন দিনে তারে বলা যায়’, ‘আমার নিশীথ রাতের বাদল ধারা’, ‘যদি জানতেম আমার কীসের ব্যথা’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘পাগলা হাওয়ার বাদল–দিনে’, ‘পূব–হাওয়াতে দেয় দোলা’, ‘প্রভু আমার, প্রিয় আমার’, ‘কে গো অন্তরতর সে’ ইত্যাদি গান শুনিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫