|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০১:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ০৪:৪২ অপরাহ্ণ

চিলমারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


চিলমারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-


কুড়িগ্রামের চিলমারীতে "জুলাই শহীদ দিবস" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম হলরুমে, জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।


এ সময় জুলাইয়ে যারা শহীদ হয়েছেন ও যারা এখন আহত অবস্থায় আছেন, চিকিৎসা নিচ্ছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের নিয়ে বিস্তারিত আলোচনা, জুলাইয়ে ভিডিও চিত্র ও রূহের মাগফেরাত কামনা করা হয়েছে। পরে জুলাই আহতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং খাদ্য সামগ্রী হিসেবে কিছু ফল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মজিবল হায়দর চৌধুরী। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ভারঃ) আশরাফুল ইসলাম, জামায়েতে ইসলামী বাংলাদেশ চিলমারী উপজেলা সভাপতি নুর আলম মুকুল, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ ইউসুফ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি বদরুজ্জামান, ছাত্র প্রতিনিধি সাব্বির আহমেদসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫