রেকর্ডের এক দিন সিলেটে

প্রকাশকালঃ ১৯ মার্চ ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ ২৯৩ বার পঠিত
রেকর্ডের এক দিন সিলেটে

ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ, সবচেয়ে বড় জয়, অভিষেকেই ম্যাচসেরা তাওহিদ হৃদয়, সাকিবের ‘ডাবল’, উইকেটের পেছনে মুশফিকের রেকর্ড—সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডেটা রেকর্ড বইয়ে কম পরিবর্তন আনেনি।
৩৩৮/৮
ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৩৩৩/৮, ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ
স্কোর    বিপক্ষ    ভেন্যু    সাল
৩৩৮/৮    আয়ারল্যান্ড    সিলেট    ২০২৩
৩৩৩/৮    অস্ট্রেলিয়া    ট্রেন্ট ব্রিজ    ২০১৯
৩৩০/৬    দ. আফ্রিকা    দ্য ওভাল    ২০১৯
৩২৯/৬    পাকিস্তান    মিরপুর    ২০১৫
৩২৬/৩    পাকিস্তান    মিরপুর    ২০১৪
১৮৩
রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ১৬৯, ২০২০ সালে সিলেটেই জিম্বাবুয়ের বিপক্ষে।

ওয়ানডেতে বাংলাদেশের বড় জয় (রানের হিসাবে)
রান    বিপক্ষ    ভেন্যু    সাল
১৮৩    আয়ারল্যান্ড    সিলেট    ২০২৩
১৬৯    জিম্বাবুয়ে    সিলেট    ২০২০
১৬৩    শ্রীলঙ্কা    মিরপুর    ২০১৮
১৬০    উইন্ডিজ    খুলনা    ২০১২
১৫৫    জিম্বাবুয়ে    হারারে    ২০২১


ওয়ানডেতে ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে নড়বড়ে নব্বইয়ে আউট হলেন তাওহিদ হৃদয়।

ওয়ানডে অভিষেকে নড়বড়ে ৯০
রান    ব্যাটসম্যান    ম্যাচ    ভেন্যু    সাল
৯০    স্টিভেন ফ্লেমিং    নিউজিল্যান্ড-ভারত    নেপিয়ার    ১৯৯৪
৯৪    ফিল জ্যাকস    অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা    মেলবোর্ন    ২০০৬
৯৯    এউইন মরগান    আয়ারল্যান্ড-স্কটল্যান্ড    আয়ার    ২০০৬
৯৩    রেসি ফন ডার ডুসেন    দ. আফ্রিকা-পাকিস্তান    পোর্ট এলিজাবেথ    ২০১৯
৯৩    শামার ব্রুকস    উইন্ডিজ-আয়ারল্যান্ড    কিংস্টন    ২০২২
৯২    তাওহিদ হৃদয়    বাংলাদেশ-আয়ারল্যান্ড    সিলেট    ২০২৩
৯২
তাওহিদের ৯২ ওয়ানডে অভিষেকে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ।

ওয়ানডে অভিষেকে বাংলাদেশের হয়ে ফিফটি
ব্যাটসম্যান    সাল    প্রতিপক্ষ    ভেন্যু
ফরহাদ রেজা    ২০০৬    জিম্বাবুয়ে    হারারে
নাসির হোসেন    ২০১১    জিম্বাবুয়ে    হারারে
তাওহিদ হৃদয়    ২০২৩    আয়ারল্যান্ড    সিলেট

বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে ম্যাচসেরা হলেন তাওহিদ হৃদয়। আগের তিনজন সোহাগ গাজী, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

১৪০
ওয়ানডেতে বাংলাদেশের ১৪০তম খেলোয়াড় তাওহিদ হৃদয়।

৭০০০
• বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ৪৪তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান।
• সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেলেন সাকিব।
• ২২৮ ম্যাচে এই ডাবল ছুঁয়েছেন সাকিব। জয়াসুরিয়ার ৩৯৭ ও আফ্রিদির লেগেছিল ৩৪১ ম্যাচ।

ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেট
ম্যাচ    রান    গড়    উইকেট
সনাৎ জয়াসুরিয়া    ৪৪৫    ১৩৪৩০    ৩৬.৭৫    ৩২৩
শহীদ আফ্রিদি    ৩৯৮    ৮০৬৪    ৩৪.৫১    ৩৯৫
সাকিব আল হাসান    ২২৮    ৭০৬৯    ২৮.৯৬    ৩০০
ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ তিন ব্যাটসম্যান
ইনিংস    রান    সর্বোচ্চ    গড়    ১০০/৫০
তামিম ইকবাল    ২৩৩    ৮১৪৬    ১৫৮    ৩৬.৩৯    ১৪/৫৫
সাকিব আল হাসান    ২১৬    ৭০৬৯    ১৩৪*    ৩৮.০০    ৯/৫৩
মুশফিকুর রহিম    ২২৮    ৬৯৪৫    ১৪৪    ৩৫.৩৫    ৮/৪৩
৯০
ওয়ানডেতে চতুর্থবার ও তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টমবার ৯০ এর ঘরে থামলেন সাকিব। দুটিই বাংলাদেশের রেকর্ড ও দুই রেকর্ডেই সাকিবের সঙ্গী মুশফিকুর রহিম।


আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বার এক ইনিংসে বাংলাদেশের দুই ব্যাটসম্যান ৯০-র ঘরে আউট হলেন। প্রথমবার ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে—সাকিব (৯৭) ও নাসির (৯৪)।


পাঁচটি ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে যা বাংলাদেশের উইকেটকিপারদের ডিসমিসালে যৌথ রেকর্ড।  

এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল (বাংলাদেশ)
ডিসমিসাল    ক্যাচ    স্টাম্পিং    উইকেটকিপার    বিপক্ষ    ভেন্যু    সাল
৫    ৩    ২    খালেদ মাসুদ    কেনিয়া    নাইরোবি    ২০০৬
৫    ৫    ০    মুশফিকুর রহিম    ভারত    মিরপুর    ২০১৫
৫    ৫    ০    মুশফিকুর রহিম    আয়ারল্যান্ড    সিলেট    ২০২৩
৪/৪২
ওয়ানডেতে ইবাদতের সেরা বোলিং। আগের সেরা ৪/৪৭, ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে।

৪/৬০
আয়ারল্যান্ডের প্রথম বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ৪ উইকেট পেলেন গ্রাহাম হিউম।