বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট এন্ড রিসার্চ (BSLCTR) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যান্সার কনফারেন্স-২০২৪।
ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-
কনফারেন্সটি গত ১০ ডিসেম্বর, মঙ্গলবার, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিভার ক্যান্সারের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা ও গবেষণার সর্বশেষ গবেষণালব্ধ ফলাফল নিয়ে গভীর আলোচনা হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ এ.কে. আজাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএলসিটিআরের প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান, বিএসএলসিটিআরের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ ফারুক আহমেদ, বিএসএলসিটিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ ফজল করিম, এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
সম্মেলনে অংশগ্রহণকারী জাতীয় ও আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞরা লিভার ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনকারী গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন। এই সম্মেলনটি স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫