নির্বাচনে বাধা দিলে জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন

নির্বাচনে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে জনগণই তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “দেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয়, জনগণও ভোটকেন্দ্রিক জনসংযোগে ব্যস্ত। এই অবস্থায় যদি কেউ বিভ্রান্তি ছড়ায় বা নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়, জনগণই তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।”
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক মহল ও ষড়যন্ত্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এ নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি শক্তি সক্রিয় রয়েছে—এটা আমরা অনুমান করতে পারি। তবে জনগণ এখন ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে জনগণ সংকল্পবদ্ধ হয়ে আছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে-ই বাধা দিক, দেশি হোক বা বিদেশি, জনগণই তাদের প্রতিহত করবে।”
পিআর পদ্ধতি নিয়ে মতামত
পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “আমাদের কাছে পিআর মানে হলো পাবলিক রিলেশন—অর্থাৎ জনসংযোগ। আমরা সেই পিআরেই বিশ্বাস করি। কিন্তু যারা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন বলতে স্থায়ী অস্থিরতা (পার্মানেন্ট রেস্টলেসনেস) বুঝে নিতে চান, তারা সফল হবেন না। বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতিতে স্থায়ী সরকারব্যবস্থা গড়ে ওঠেনি। বরং ঝুলন্ত সংসদ ও অস্থির পরিস্থিতি বিরাজ করেছে।”
তিনি আরও বলেন, “এক জরিপে দেখলাম ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। আবার অন্য জরিপে বলা হচ্ছে, ৭০ শতাংশ মানুষ এই পদ্ধতি চায়। যদি ৫৬ শতাংশ মানুষই পিআর পদ্ধতি না বোঝে, তবে ৭০ শতাংশ মানুষ কীভাবে সেটা চায়—এটা আমাদের বোধগম্য নয়।”
উলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী
এর আগে জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সালাহউদ্দিন আহমেদ। সেখানে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫