|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে প্রেমিককে ৭ টুকরো করে হত্যা করল প্রেমিকা, গ্রেফতার ১


নারায়ণগঞ্জে প্রেমিককে ৭ টুকরো করে হত্যা করল প্রেমিকা, গ্রেফতার ১


ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে হত্যা করে মরদেহ সাত টুকরো করে গুমের চেষ্টায় রুমা নমে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার সেই নারীর সাথে মাসুমের অবৈধ সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
 

১৪ নভেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 

পুলিশ সুপার বলেন, শিল্পপতি জসীমউদ্দিন মাসুমের গতকাল ক্ষতবিক্ষত সাত টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের পুলিশ তাৎক্ষণিক এর তদন্ত শুরু করে। গুলশান থানার একটি জিডির সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি। তার সাথে রুমা নামের একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে বলে প্রথমিকভাবে জানা গেছে। তিনি হত্যা করে মরদেহটি টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন।
 

তিনি বলেন, আমরা মরদেহের টুকরা ও এই কাজে ব্যাবহৃত চাপাতি এবং জামার টুকরো উদ্ধার করেছি।
 

এর আগে গত বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মাসুমের মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় তিনটি পলিথিন ব্যাগে একজনের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫