ওমানের মাঠে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

খেলার মাঠেই প্লেয়ারের মৃত্যু নতুন ঘটনা নয়। এবার ওমানের মাসকাটে একটি অ্যামেচার লিগে খেলতে খেলতে মাঠেই মৃত্যু হলো আরও এক ক্রিকেটারের। ভারতীয় বংশোদ্ভূত ওই ক্রিকেটারের নাম ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ভারতের আহমেদাবাদে খেলার সময় হার্ট অ্যাটাকে মারা যান বসন্ত রাঠৌর নামের এক ক্রিকেটার।
শুক্রবার ওমানের মাসকাটে একটি অ্যামেচার লিগে এ ঘটনা ঘটে। ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন ‘সাল ফাইটার্স মিসফা’ দলের হয়ে খেলার সময়ে মাঠেই তার মৃত্যু হয়েছে।
‘সাল ফাইটার্স’ দলের অধিনায়ক শ্রীজেশ বলেছেন, শারীরিকভাবে দারুণ ফিট খেলোয়াড় ছিল ধনেশ। আমাদের দলের অন্যতম সেরা অলরাউন্ডার। গত দু’বছর ধরে প্রতি সপ্তাহে শুক্রবারের এই ম্যাচে খেলত। আমরা সাধারণত টেনিস বলে ১৬ ওভারের একটি ম্যাচ খেলি। ও ব্যাট এবং বল দুটোই করেছে। মাঠে নিজের পজিশন নেওয়ার পর হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। ভেবেছিলাম মাথা ঘুরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ওকে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তারেরা ওকে মৃত বলে ঘোষণা করেন
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫