নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-
নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম এবং মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তিনজন পেশায় রংমিস্ত্রী ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে তারা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তারা মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয়। পরে, গুরুতর আহত অবস্থায় জাহিদুল ও নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদেরও মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের পরিবারকে হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫