শীতের কঠিন সময় কাটিয়ে উঠেছে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ শীতের খুব কঠিন একটা সময় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
গতকাল বুধবার জেলেনস্কি তাঁর নিয়মিত ভাষণে এ কথা বলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি নিয়ে তিনি নিয়মিত ভাষণ দিয়ে থাকেন।
শীতকালকে কেন্দ্র করে ইউক্রেনে হামলা জোরদার করেছিল রাশিয়া। তারা ইউক্রেনের বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো নিশানা করে পদ্ধতিগত হামলা চালায়।
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লাখো ইউক্রেনীয়কে অনেকটা সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়। রুশ হামলায় ইউক্রেনের হিটিং-ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে ইউক্রেনীয়দের তীব্র শীতে নিদারুণ কষ্ট ভোগ করতে হয়।
শীতের এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারায় ইউক্রেনীয়দের প্রশংসা করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা এই শীতকাল কাটিয়ে উঠেছি। এটা খুবই একটা কঠিন সময়প্রত্যেক ইউক্রেনীয় এই সমস্যার মুখোমুখি হয়েছিল। কিন্তু আমরা এখনো ইউক্রেনকে বিদ্যুৎ ও তাপ প্রদান করতে সক্ষম।’
ইউক্রেনের বিদ্যুৎ-ব্যবস্থার ওপর রুশ হামলার হুমকি এখনো রয়েছে বলে মনে করেন জেলেনস্কি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি এই হামলার এক বছর পূর্ণ হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫