কুড়িগ্রাম জেলা পুলিশের নো হেলমেট, নো ফুয়েল অভিযান

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
ঢাকা প্রেসঃ
কুড়িগ্রামে জেলা পুলিশ 'নো হেলমেট, নো ফুয়েল' কার্যক্রম জোরদার করেছে। আজ ১৭ মে ২০২৪, শুক্রবার জেলা পুলিশের সকল ইউনিট একযোগে নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রমের লক্ষ্যে বিভিন্ন স্থানে মোটরসাইকেল চেকিং শুরু করে। কুড়িগ্রামে আজ ৫০৬ টি মোটরসাইকেল চেক করা হয়, ২৯৩ জনকে হেলমেট পড়তে প্রেরণা দেয়া হয়, সড়ক পরিবহন আইনে ৩৫ টি মামলা করা হয়, এবং কাগজপত্র না থাকায় বিআরটিএ তে রেজিস্ট্রেশন করবে ১৬টি মোটরসাইকেল আটক করা হয়, রেজিস্ট্রেশন সমাপনান্তে সেগুলো ফেরত দেয়া হবে।
জেলার সকল পেট্রোল পাম্পে জেলা পুলিশের 'নো হেলমেট নো ফুয়েল' সচেতনতামুলক ব্যানার দেয়া হয়। পেট্রোল পাম্প মালিক ও কর্তপক্ষের সাথে সমন্বয় করা হচ্ছে।
সড়কে শৃংখলা, দূর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক সচেতনতা বিষয়ে কুড়িগ্রামের পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন স্কুল কলেজে সহ সংশ্লিষ্ট অংশীজনের সাথে বহুমাত্রিক উপায়ে নানাবিধ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এছাড়াও কুড়িগ্রাম শহরের শাপলাচত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ জায়গায় স্থাপন করা হয়েছে পোর্টেবল রোড ডিভাইডার, যাতে নাগরিক মননে ফিরেছে স্বস্তি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫