|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুন ২০২৩ ০২:২৪ অপরাহ্ণ

কেরানীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন


কেরানীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন


বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম, দৈনিক মানব জমিন ও একাত্তর টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বুধবার (২১ জুন) সকালে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা শফিক চৌধুরী, প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলাম, মো. ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, ইকবাল হোসেন রতন, এরশাদ হোসেন, নাজিম উদ্দিন ইমন, মো. লিটন খান, আরিফুর রহমান, আশিক নুর, মাসুদ রানা মুন, নাসির উদ্দিন টিটু, মো. শাহিনসহ প্রমুখ।

এ সময় বক্তব্যে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিদেরকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে মামলার নিষ্পত্তির এবং এ হত্যাকাণ্ডের মূল হোতা বাবু চেয়ারম্যানকে ফাঁসির দাবি জানানো হয়। সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্তদের আরো কঠোর হওয়ার আহবান জানান সাংবাদিকরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫