টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা

ঢাকা প্রেস নিউজ
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। ফলে ইজতেমা ময়দান ত্যাগ করতে শুরু করেছেন মুসল্লিরা।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার পর মুসল্লিরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান এবং এর আশপাশের তিন কিলোমিটার এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল করতে পারবেন না। এই আদেশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারার আওতায় জারি করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আরেকটি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারার আওতায় জারি করা হয়েছে।
এদিকে, ইজতেমা ময়দান এবং এর আশপাশে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জলকামান ও রায়ট কারও প্রস্তুত রাখা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫