ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে মা ও দুই সন্তানের মৃত্যু

ঢাকা প্রেস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিশুসন্তানসহ এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার বাসিন্দা আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) ও তার দুই কন্যা শিশু রওজা (৫) এবং নওরিন (৩)।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, প্রথমে বিষপানের অবস্থায় শারমিন আক্তারকে হাসপাতালে আনা হয় এবং তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তার দুই কন্যাকে আনা হলে তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। পরে মাও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরিবারের সদস্যরা জানান, শারমিন আক্তার প্রথমে দুই শিশুকে বিষ খাইয়ে নিজে বিষপান করেন। তবে কেন এই ঘটনা ঘটেছে, তা পরিবারের কেউ নিশ্চিত করতে পারেননি। তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বামীসহ পরিবারের অন্যরা হাসপাতাল থেকে চলে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, ৩ জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে এটি বিষপানজনিত মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে, তবে এর প্রকৃত কারণ এখনও অজানা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫