কিশোরগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকা প্রেস, কিশোরগঞ্জ প্রতিনিধি:-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২০ জুলাই, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এই হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হন। এই ঘটনায় পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলার পর র্যাব তদন্ত শুরু করে।
শনিবার (২ নভেম্বর) রাতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- মো. শফিকুল ইসলাম: কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এবং পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
- নাজমুল হুদা রুবেল: পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫