যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে বৈঠক বুধবার, আশাবাদী বাংলাদেশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে আগামীকাল (বুধবার) যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বর্তমানে এই আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সমকালকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই ইস্যুতে জুলাই মাসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নির্ধারিত আছে। আমরা ইতিবাচক কিছু আশা করছি।’
এদিকে, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত নয়, আলোচনা চলমান রয়েছে। আগামী ৯ জুলাই আবারও আলোচনা হবে। বাংলাদেশ ইতিবাচক সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।’
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্র শুধু শুল্ক আরোপের চিঠিই পাঠায়নি, পাশাপাশি একটি নতুন চুক্তির খসড়া নথিও দিয়েছে। তিনি বলেন, ‘নথিটি বেশ বড়, এখনো সম্পূর্ণভাবে পড়া সম্ভব হয়নি। তবে আমাদের বুঝে নিতে হবে, তারা কী চাইছে এবং চুক্তির ভিত্তিতে কতটা পর্যালোচনার সুযোগ রয়েছে।’
উল্লেখ্য, ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যাল মাধ্যমে ঘোষণা দেন, বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর আগে গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
যদিও নতুন শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে, তবে এখনও আলোচনার পথ খোলা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছেন, যা বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫