|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ এপ্রিল ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ

প্রতিক্রিয়া জানিয়েছেন মা হওয়ার গুজবে পরিণীতি


প্রতিক্রিয়া জানিয়েছেন মা হওয়ার গুজবে পরিণীতি


বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ের এক বছর পূর্ণ না হলেও সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার মা হওয়ার গুজব। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিণীতি।


অভিনেত্রী পরিণীতি চোপড়া বেবিবাম্প লুকানোর গুজবে বিরক্ত হয়ে একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী।’ পরিণীতি চোপড়ার সেই ভিডিও দেখেই অনুরাগীদের মন্তব্য, আরে ক্যুইন তোমাকে দুরকম পোশাকেই দারুণ মানায়। কেউ বা আবার অভিনেত্রীর সৌন্দর্য্যের প্রশংসা করলেন।


বর্তমানে পরিণীতি ‘অমর সিং চমকিলা’র প্রচারে ব্যস্ত। যেখানে দিলজিৎ দোসাঞ্ঝের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই সিনেমার জন্যই ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল পরিণীতিকে। আর সেই সুবাদেই পরিণীতির লুক দেখে অনেকে ধরে নিয়েছিলেন যে তিনি হয়তো অন্তঃসত্ত্বা। তবে সেই জল্পনায় এবার নিজেই জল ঢাললেন অভিনেত্রী। পরিচালক ইমতিয়াজ আলি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিণীতি চোপড়া বিগত ৫ বছর ধরে এই ছবিটা করার জন্য অপেক্ষা করেছে। কারণ অভিনয়ের পাশাপাশি ওর এখানে গান গাওয়ার সুযোগও ছিল।

 
তবে লুক টেস্টের পর বুঝি ওর সঙ্গে অমরজোতের মুখের কোনও মিলই নেই। আরও ওজন বাড়াতে হবে। ব্যস, তারপর ও সিঙারা, মালাই, চাট, সব খেয়ে ১০ কেজি ওজন বাড়াল। গতবছর সেপ্টেম্বর মাসে পরিণীতি আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন। বিয়ের এখনও এক বছরও হয়নি। তারই মধ্যে মা হওয়ার গুঞ্জন রটে যায় সামাজিকমাধ্যমে। এতদিন এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫