|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ মে ২০২৪ ০৪:১২ অপরাহ্ণ

আজাদ কাশ্মীরে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভে নিহতের সংখ্যা ৩


আজাদ কাশ্মীরে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভে নিহতের সংখ্যা ৩


ঢাকা প্রেসঃ
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভের সময় পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে তিন বেসামরিক নিহত হয়েছে,সোমবার রাতে একেজে রাজধানী মুজাফফরাবাদের কাছে বিক্ষোভকারীদের সাথে রেঞ্জার্সের সংঘর্ষে আটজন আহত হয়েছে,বৃহস্পতিবার থেকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) এর নেতৃত্বে হাজার হাজার বাসিন্দা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে,পাঁচ দিনের বিক্ষোভে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪ জনে পৌঁছেছে,প্রতিবাদকারীরা অভিজাত শ্রেণীর জন্য বিশেষ সুবিধা বন্ধ করার দাবি জানিয়েছে।

 

 

  • মুদ্রাস্ফীতির কারণে আজাদ কাশ্মীরের জনগণের জীবনযাত্রার মান ব্যাহত হয়েছে।
  • প্রতিবাদকারীরা দ্রব্যমূল্য কমানোর পাশাপাশি আরও ভালো জীবনযাপনের দাবি জানাচ্ছে।
  • এ অঞ্চলে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫