|
প্রিন্টের সময়কালঃ ২১ জুলাই ২০২৫ ০৪:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৫ ০৮:১৪ অপরাহ্ণ

রাজধানীতে ছিনতাইয়ে ভাড়ায় চাপাতি ও মোটরসাইকেল, জামিনেও অর্থ সহায়তা!


রাজধানীতে ছিনতাইয়ে ভাড়ায় চাপাতি ও মোটরসাইকেল, জামিনেও অর্থ সহায়তা!


রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের জন্য ভাড়ায় চাপাতি ও মোটরসাইকেল সরবরাহ করছে। শুধু তাই নয়, পুলিশের হাতে ধরা পড়া ছিনতাইকারীদের জামিনে মুক্ত করতেও বিনিয়োগ করে এই চক্রটি।
 

ডিএমপি জানায়, ১১ জুলাই রাজধানীর শ্যামলীতে এক পথচারীর ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। চাপাতির মুখে ওই ব্যক্তির ব্যাগ, মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার পাশাপাশি খুলে নেয় তার গেঞ্জি ও জুতা পর্যন্ত। ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসে এই চক্রের ভয়াবহ কার্যকলাপের তথ্য।
 

পুলিশ সূত্র জানায়, চক্রটির মূলহোতা একজন 'কবির' নামে ব্যক্তি। ছিনতাইকারীরা তার কাছ থেকেই চাপাতি ও মোটরসাইকেল ভাড়া নেয়। অগ্রিম কোনো অর্থ না দিয়ে ছিনতাইয়ের পর মালামাল বিক্রি করে সেই টাকা শোধ করে তারা। এমনকি ছিনতাইকারীদের কাছ থেকে মূল্যবান সামগ্রী কিনেও নেয় চক্রের সদস্যরা। পুলিশে ধরা পড়লে জামিনে ছাড়িয়ে আনতেও অর্থ সাহায্য করে চক্রটি। এরপর ওই অপরাধীরা পুনরায় ছিনতাই চালিয়ে সেই টাকা পরিশোধ করে।
 

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান গণমাধ্যমকে জানান, “চক্রটি চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয় ছিনতাইয়ের জন্য। বিনিময়ে ছিনতাইকারীরা লুট করা মালামাল তাদের কাছে বিক্রি করে।”
 

এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “এই ধরনের অপরাধে কারা জড়িত তা আমরা আশপাশের লোকজনের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছি। একইসঙ্গে যেসব অপরাধী অতীতে এ রকম ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫