|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

ফেনীতে যৌথবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ চারজন গ্রেপ্তার


ফেনীতে যৌথবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ চারজন গ্রেপ্তার


ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-


 


যৌথবাহিনীর অভিযানে ফেনীতে অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
 

বুধবার (১৮ সেপ্টেম্বর) ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:

জিয়াউদ্দিন ডালিম: ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকার বাসিন্দা। তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জীবন কৃষ্ণ দে: জিয়াউদ্দিন ডালিমের সহযোগী। তাকেও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

ইয়াসিন হাসান: ফেনী শহরের একাডেমি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১টি শর্টগান ব্যারেল, শর্টগানের সরঞ্জামাদি, ৩৭টি শর্টগান এ্যামো ও ১টি এয়ারগান উদ্ধার করা হয়।

মেহেরাজ: দাগনভূঞা উপজেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, যৌথবাহিনীর একটি দল সকালে ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকায় অভিযান চালিয়ে জিয়াউদ্দিন ডালিম ও জীবন কৃষ্ণকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একাডেমি এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন হাসানকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়। একই সময়ে, দাগনভূঞা উপজেলায় পৃথক অভিযানে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ফেনী মডেল থানা ও দাগনভূঞা থানার ওসিরা জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫