|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫০ অপরাহ্ণ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারত সরকারের শিক্ষাবৃত্তি


বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারত সরকারের শিক্ষাবৃত্তি


উচ্চশিক্ষার জন্য ভারতে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির সরকারের রয়েছে একাধিক শিক্ষাবৃত্তি। সর্ম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখার পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা রয়েছে এসব বৃত্তির। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই বৃত্তির জন্য মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আবেদন শুরু হবে। 

 

ভারতীয় হাইকমিশন গণমাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এরকম কয়েকটি বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ এবং লতা মঙ্গেশকর নৃত্য ও সঙ্গীত স্কলারশিপ। বাংলাদেশি শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন, আইন ইত্যাদি সংক্রান্ত কোর্স বাদে ভারতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরে বিভিন্ন কোর্সে পড়ালেখা করতে পারবেন।  

 

 

স্নাতক ও মাস্টার্সে পড়ার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পিএইচডি করতে চাইলে সর্বনিম্ন বয়সসীমা ৪৫। ভর্তির পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সুযোগ পাবেন।

 

বৃত্তির সুযোগ-সুবিধা

  • এ বৃত্তি পেতে আবেদন করার জন্য কোনো ফি লাগবে না;

  • শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না;

  • কোর্স অনুসারে শিক্ষার্থীরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন। স্নাতকে ১৮ হাজার রুপি, স্নাতকোত্তরে ২০ হাজার রুপি ও পিএইচডির জন্য ২২ হাজার রুপি;

  • শিক্ষার্থীরা আবাসন খরচ বাবদ প্রতি মাসে সর্বোচ্চ ৬ হাজার ৫০০ রুপি পাবেন;

  • এ ছাড়া চিকিৎসাসহ অন্য সুবিধা পাওয়া যাবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
 

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫