|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৬:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জানুয়ারি ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ

আজ আড়াই মাস পরে নয়াপল্টনের বিএনপি কার্যালয় খুলছে


আজ  আড়াই মাস পরে  নয়াপল্টনের বিএনপি কার্যালয় খুলছে


টানা আড়াই মাস তালাবদ্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলবে।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য রাখবেন। 
এ ছাড়া সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন। 

 

একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। কিন্তু ওই মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে যায় সেই মহাসমাবেশ। এরপর পুলিশ কার্যালয়টি ঘিরে রেখে তালাবদ্ধ করা হয়। সেই থেকে তালাবদ্ধ কার্যালয়টি। পুলিশ বলছে কার্যালয় খুলতে কোনো বাধা নেই। যদিও বিএনপির অভিযোগ কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মী গেলেই পুলিশ তাদের আটক করে।নির্বাচনের পর ধরপাকড় কমে আসায় দলটি আজ কার্যালয়ে যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫