|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জানুয়ারি ২০২৫ ০৩:৫১ অপরাহ্ণ

বিশৃঙ্খলা এড়াতে ইজতেমায় কড়া নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি


বিশৃঙ্খলা এড়াতে ইজতেমায় কড়া নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি


ঢাকা প্রেস নিউজ

 

বিশ্ব ইজতেমায় নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
 

আইজিপি বলেন, এবারের বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতীতের তুলনায় আরও জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ইজতেমার নিরাপত্তায় প্রায় সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া তাবলিগ জামাতের পক্ষ থেকে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তার কাজে সহযোগিতা করবেন। পুরো ইজতেমা ময়দান ৩৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
 

তিনি আরও বলেন, ইজতেমা পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি র‍্যাবের হেলিকপ্টার টহল দেবে এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোটের মাধ্যমে নজরদারি চালাবেন। নিরাপত্তা জোরদারে ইজতেমা ময়দানের আশপাশে ২০টি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমার প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান ও তাহেরুল হক চৌহান, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক, মাওলানা মাহফুজুল হক এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫