|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ মে ২০২৩ ০৬:২৮ অপরাহ্ণ

গর্বিত ছেলের জন্য মাধুরী-নেনে


গর্বিত ছেলের জন্য মাধুরী-নেনে


র্তমানে সেলিব্রিটিদের সন্তান মানেই তারাও বড় হয়ে বাবা-মায়ের পথ অনুসরণ করবেন তা একেবারেই নয়। কেউ কেউ অভিনয়কে বেছে নিয়েছেন, আবার কেউ ব্যবসা করছেন, আবার কেউ পরিচালক হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন, আবার কেউ কেউ খেলা। এবার গ্র্যাজুয়েট হলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ছোট ছেলে রায়ান।

বিষয়টি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন মাধুরীর স্বামী অর্থাৎ রায়ানের বাবা ডা. শ্রীরাম নেনে। রবিবার নেনে গ্রাজুয়েশনের সমাবর্তনের সম্মানিত পোশাকে রায়ানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।


একটি ছবিতে, ডক্টর নেনে এবং রায়ানের সঙ্গে মাধুরী দীক্ষিত এবং তাঁদের বড় ছেলে অরিন নেনে যোগ দিয়েছেন।  ক্যাপশনে, ডা. শ্রীরাম নেনে লিখেছেন, গর্বিত পিতামাতার মুহূর্ত, নতুন ফলকে পৌঁছানোর জন্য আমার উজ্জ্বল তারকাকে অভিনন্দন।” 

মাধুরী দীক্ষিতের গোটা ক্যারিয়ারে ‘তেজাব’, ‘দেবদাস’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হাম আপকে হ্যায়’, কৌন’, ‘সাজন’, ‘খলনায়ক, ‘বেটা’, ‘কয়লা’, ‘পুকার’, ‘প্রেম গ্রন্থ’র মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র রয়েছে। গত বছর অ্যামাজন প্রাইম ভিডিওর মাজা মা- তে তাঁকে শেষ দেখা গিয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫