মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ: টেকনাফ কাঁপছে আতঙ্কে

ঢাকা প্রেস নিউজ
কক্সবাজারের টেকনাফ উপজেলা মিয়ানমার সীমান্তে ঘন ঘন বিস্ফোরণের কারণে আতঙ্কগ্রস্ত। বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা মর্টার শেল ও বিমান হামলার শব্দে এলাকা কেঁপে উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টেকনাফবাসীর পোস্ট থেকে জানা যায়, মধ্যরাতে ভয়াবহ শব্দে তাদের ঘুম ভেঙেছে। অনেকেই মনে করেছেন, যুদ্ধবিমান তাদের ঘরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, অনেকেই শ্রবণশক্তি হারানোর আশঙ্কা করেছেন।
সেন্টমার্টিন এলাকার বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শুনেছেন। তাদের ধারণা, মিয়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায় এই হামলা চালানো হচ্ছে।
টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানিয়েছেন, রাত ১২টার পর থেকে টানা কয়েক ঘণ্টা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। এর ফলে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫