নাটোরের লালপুরে সরকারী খাস পুকুর ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:-
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ী এলাকার জয়পুর জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে সরকারী একটি খাস পুকুর ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা সহ এলাকাবাসী।
ওই মসজিদের সামনে সড়কের এক পাশে এলাকার নারী ও পুরুষেরা সহ মসজিদ কমিটির সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি নেহারুল ইসলাম সহ এলাকাবাসী। বক্তারা বলেন, পুকুর টি দীর্ঘ দিন মসজিদের নামে ছিল। এবং পুকুরে চাষ করা মাছ বিক্রয়ের অর্থ মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হতো। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আওয়ামীলীগের স্থানীয় এক কর্মী পুকুরটি তার দখলে নিয়ে মাছের চাষ করে আসছেন। বক্তারা আরো বলেন, মসজিদের উন্নয়নের জন্য পুকুর টি মসজিদের নামে করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার নিকট আবেদন জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫