আজ দক্ষিণ আফ্রিকার সাথে ১ম টি টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পাবে কী বাংলাদেশ?

বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাত ৮ টা ৩০ মিনিটে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার এইটে টিকে থাকার জন্য এই ম্যাচে জয় অপরিহার্য নাজমুল শান্তের দলের জন্য।
দক্ষিণ আফ্রিকাও তাদের লক্ষ্য পূরণে অটল। গ্রুপের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে তারা ইতিমধ্যেই আত্মবিশ্বাসী।
পরিসংখ্যান বলছে বাংলাদেশের পক্ষে সুবিধা নেই। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি খেলে হেরে শুরু করেছিল বাংলাদেশ। এরপর আট ম্যাচেও একবারও জয় পেতে পারেনি তারা। সবচেয়ে কম রানে হার ছিল ২০০৮ সালে (১২ রানে)। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে ১০৪ রানে হেরেছিল বাংলাদেশ।
মাঠ অভিজ্ঞতাতেও পিছিয়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা এই মাঠে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই জয় পেয়েছে। বাংলাদেশ এই মাঠে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলেনি। তবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল, যাতে বাংলাদেশ দল হেরেছিল। আজকের ম্যাচটি জিততে পারলে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয় হবে।
সবমিলিয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। তবুও অসম্ভব কিছু নয়। আশা ছাড়ছে না বাংলাদেশের সমর্থকরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫