|
প্রিন্টের সময়কালঃ ২০ অক্টোবর ২০২৫ ০৬:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ অক্টোবর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী  লিটন চৌধুরীর উপর হামলা, মব সৃষ্টির চেষ্টা


সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী  লিটন চৌধুরীর উপর হামলা, মব সৃষ্টির চেষ্টা


সীতাকুণ্ড প্রতিনিধিঃ-

 

চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক জনকন্ঠ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী কে কলেজ রোডস্হ তাঁর বাড়ীর সামনে থেকে আসাদের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল ধরে নিয়ে গিয়ে বেধম মারধর করে থানায় নিয়ে যায়।


সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংবাদ শুনে দ্রুত থানায় গিয়ে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেক হাসপাতাল নিয়ে যান।


তার মুখে ও মাথায় আঘার রয়েছে। ৫ আগষ্টের পর তারা আরো কয়েকবার প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের উপর হামলা করেন। তার পকেট থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।ইতিপূর্বে গোডাউন রোডের যুবদলের নেতা মামুনের  বাড়ীতে হামলা করে বাড়ীঘর ও দোকানে লুটপাট করে। এব্যাপারে কোর্টে তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫