|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মার্চ ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ

জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প ,নেই সুনামি সতর্কতা


জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প ,নেই  সুনামি সতর্কতা


শুক্রবার সকালে জাপানের রাজধানী টোকিওর কাছে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময়ে রাজধানীর ভবনগুলি কেঁপে ওঠে এবং জরুরি ফোন অ্যালার্ম বন্ধ হয়ে যায়।তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি৷

 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টোকিওর পূর্বে দক্ষিণ ইবারাকিতে ভূমিকম্পটি ৫০ কিলোমিটার গভীরে আঘাত হানে।এনএইচকে সম্প্রচার কেন্দ্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে টোকিও এবং জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ফুকুশিমা অঞ্চলের কোরিয়ামার মধ্যে বুলেট ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 

নিউক্লিয়ার রেগুলেশন অথরিটির কর্মকর্তা হিরোইউকি সানাদা বলেছেন, ইবারাকির টোকাই দাইনি পারমাণবিক কেন্দ্রে ‘কোন অস্বাভাবিকতা’ পাওয়া যায়নি।
 

উল্লেখ্য, জাপান প্রতি বছর প্রায় ১৫শ’ বার  ভূমিকম্পে কেঁপে ওঠে, যার অধিকাংশই মৃদু। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫