ঢাকা মোহামেডান স্পোর্টিং কে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

ক্রীড়া ডেস্ক নিউজ:-
দীর্ঘ ২২ বছর পর সাদা কালো জার্সির উৎসব তথা ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড চ্যাম্পিয়ন হওয়ায় বীর চট্টলার বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাব কে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক হাজী মোঃ মুজিবুল হক কোং, চট্টগ্রাম জেলা মোহামেডান সমর্থক গোষ্ঠীর সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক ফারুকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুছা,পতেঙ্গা আমরা মোহামেডান সমর্থক গোষ্ঠীর সাবেক সভাপতি মোঃ হামিদুল হক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মোহামেডান সমর্থক গোষ্ঠীর সমন্বয়কারী সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী, ফুটবল সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাফল্য অর্জনে টিম ম্যানেজমেন্ট,কোচ, টিম ম্যানেজার ও পরিচালকদের শুভেচ্ছা ঞ্জাপন করেন।
বিপিএল পেশাদার ফুটবল লিগ ২০২৪-২৫ এ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কে অভিনন্দন জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫