|
প্রিন্টের সময়কালঃ ০১ জুলাই ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৫ ০২:৩২ অপরাহ্ণ

১২ জুলাই মাছ ধরা উৎসব জলাশয়ে মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধনে-ডিসি  


১২ জুলাই মাছ ধরা উৎসব জলাশয়ে মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধনে-ডিসি  


হোসেন বাবলা (চট্টগ্রাম):-


 

সীতাকুন্ড সলিমপুরস্থ ডিসি পার্কের জলাশয়ে মাছ অবমুক্তকরন,ফুল ও বৃক্ষ চারা রোপন উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। 

 




চট্টগ্রামে আগামী ১২ জুলাই মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ জেলা প্রশাসক এই মাছ অবমুক্তকরণ করেন বলে জানায়।
 

গতকাল ৩০ জুন' সোমবার সকাল সাড়ে ১১ টায় মাছ অবমুক্তকরন, বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে তিনি আরো বলেন, দেশের প্রাকৃতিক পরিবেশে ও প্রাকৃতিক জলাধার - জলাশয়ে দেশীয় nপ্রজাতির মাছ অবমুক্তকরণ এবং প্রজননে সহায়তা করলে মৎস্য সম্পদ অবশ্যই বাড়বে।

 



এছাড়া বৃক্ষরোপন,পরিচর্যা ( ফলজ-বনজ ও ঔষধী)গাছ লাগিয়ে বনজ সম্পদ বৃদ্ধিতেও এগিয়ে আসার জন্য সকল নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।


মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি জেনারেল কামরুজ্জামান, সহকারী জেলা প্রশাসক (এল এ,)একে,এম,গোলাম মোর্শেদ খান, সহকারী জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি)  মোঃ শরীফ উদ্দিন,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তামোঃ ফখরুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল মামুন ,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাঃসম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী,প্রেসক্লাবের সদস্যও ভোরের দর্পন পত্রিকার কামরুল ইসলাম দুলু,মানবকন্ঠের সাংবাদিক সাইদুল হক।
কর্মসূচিতে জেলা প্রশাসকের ডিসি পার্কে মাসব্যাপী হাজারের অধিক বৃক্ষরোপণ,নবসৃষ্ট একটি ফ্লাওয়ার জোন উদ্বোধন করেছেন ডিসি ফরিদা খানম।


উক্ত ফ্লাওয়ার জোনে প্রায় ৪০ প্রজাতির নানান জাতের ফুল  রয়েছে ডিসি পার্কের ইনচার্জ সংবাদ প্রতিবেদক কে জানায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫