|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৫:১৫ অপরাহ্ণ

পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত


পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত


ঢাকা প্রেস-নিউজ ডেস্যক:-


 

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নয়াদিল্লি। এই ঘটনার পরপরই একাধিক কৌশলগত পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত সরকার।
 

বুধবার (২৪ এপ্রিল) ভারতের মন্ত্রিসভার জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) এক জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় ধরনের পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা, এমনকি মেডিকেল ভিসাও, সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
 

এই সিদ্ধান্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র:এনডিটিভি


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫