|
প্রিন্টের সময়কালঃ ১৫ জুলাই ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৫ ০২:১৮ অপরাহ্ণ

বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পিস্তল উদ্ধার


বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পিস্তল উদ্ধার


ঢাকা, ১৪ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস): রাজধানীর বাড্ডায় আলোচিত আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
 

গত ৮ জুলাই বাড্ডা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের অনুমতিতে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় নূরাকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেখানো জায়গা অনুযায়ী, রোববার রাতে পূর্ব আনন্দনগর এলাকার হাওলাদার বাড়ির পেছনে কংক্রিটের বস্তার নিচ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
 

বাড্ডা থানা সূত্র জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে গত ৮ মে রাত ১১টার দিকে ভূঁইয়াবাড়ী ২৬ কলোনী মোড়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। আনন্দনগর থেকে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামি নূর আলম ও তার সহযোগীরা অস্ত্রসহ ওই এলাকায় অবস্থান নেয়। পরে নূরা আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ১৫ জুন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 

ঘটনার পরদিন বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নূর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫