|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০২৪ ০৬:৫৪ অপরাহ্ণ

চাঁদপুরের নারকীয় দৃশ্য: যৌতুকের লোভে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড


চাঁদপুরের নারকীয় দৃশ্য: যৌতুকের লোভে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

কুমিল্লার চাঁদপুরে যৌতুকের লোভে নিজের স্ত্রী মরিয়ম বেগমকে নির্মমভাবে হত্যা করার অপরাধে স্বামী মো. মহিন উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই নৃশংস ঘটনাটি সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
 

২৫ বছর বয়সী মরিয়মের স্বপ্ন ছিল সুখী সংসার। কিন্তু যৌতুকের লোভে তার স্বামী তাকে এক নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। ২০১৭ সালের ২ নভেম্বর রাতে, মরিয়মের শ্বাসরোধ করে হত্যা করে মহিন উদ্দিন।
 

হাজীগঞ্জ উপজেলার মোল্লারডর মিজি বাড়ির বাসিন্দা মরিয়মের বাবা হাজী নেয়ামত উল্লাহ মিজি জানান, বিয়ের সময় তিনি মরিয়মকে যথেষ্ট যৌতুক দিয়েছিলেন। কিন্তু তাতেও সন্তুষ্ট ছিল না মহিন। বারবার নতুন নতুন দাবি জানাতো।
 

এই ঘটনাটি আরো একবার প্রমাণ করে যে, বাংলাদেশে যৌতুকের কবলে পড়ে কত নারীকে প্রাণ দিতে হচ্ছে। যৌতুকের কুপ্রথা মূলত একটি সামাজিক সমস্যা। এই সমস্যা মোকাবেলায় সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫