|
প্রিন্টের সময়কালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১২ অপরাহ্ণ

‘আমরা জমিদার’ বলায় পদ হারালেন জামায়াত নেতা


‘আমরা জমিদার’ বলায় পদ হারালেন জামায়াত নেতা


চট্টগ্রাম প্রতিনিধি:-


 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ‘পৈতৃক সম্পত্তি’ দাবি করে নিজেদের ‘জমিদার’ আখ্যা দেওয়া মন্তব্যের কারণে জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলাম পদ হারিয়েছেন। রোববার চট্টগ্রাম উত্তর জেলা কর্মপরিষদের জরুরি বৈঠকে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
 

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম বিষয়টি সমকালকে নিশ্চিত করে বলেন, “সংগঠন এ বক্তব্যকে বিনয়ের পরিপন্থী মনে করেছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি। এ কারণে সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে—এটা আমরা মেনে নেব না।”
 

সভায় দেওয়া তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরের দিন ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভও করেন।
 

জানা গেছে, সিরাজুল ইসলাম চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী। তাঁর প্রার্থিতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় পরিষদ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫