ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে ভারী ধাতব বস্তু পড়ে পথচারীর মৃত্যু
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি ভারী ধাতব বস্তু পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁ থানার ডিউটি অফিসার (এএসআই) মো. হান্নান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হলেও তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু পড়ে সরাসরি তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ‘বিয়ারিং প্যাড’ খুলে নিচে পড়ে যায়, যা ওই পথচারীর মৃত্যুর কারণ হতে পারে।
ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫