|
প্রিন্টের সময়কালঃ ১৩ মে ২০২৫ ০৮:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ অক্টোবর ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ

সেন্ট্রাল এশিয়ান চ্যালেঞ্জ কাপ ভলিবলে সৌদি আরবকে হারিয়েছে বাংলাদেশ


সেন্ট্রাল এশিয়ান চ্যালেঞ্জ কাপ ভলিবলে সৌদি আরবকে হারিয়েছে বাংলাদেশ


শ্রীলঙ্কায় সেন্ট্রাল এশিয়ান চ্যালেঞ্জ কাপ ভলিবলে সৌদি আরবকে হারিয়েছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে আসরে এটি তৃতীয় ম্যাচ ছিল হরশিৎ বিশ্বাসদের। যে ম্যাচে ৩-২ সেটের জয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচই যে হারতে হয়েছিল হরশিৎদের।

প্রথম ম্যাচে নেপালের কাছে অপ্রত্যাশিত হার ১-৩ সেটে। পরের ম্যাচে আফগানিস্তানের কাছেও হেরে যায় বাংলাদেশ, ব্যবধান ০-৩। কিন্তু তৃতীয় ম্যাচে এসে নিজেদের ফিরে পেয়েছেন হরশিৎরা। সৌদির বিপক্ষে জিতেছেন ২৫-২২, ২২-২৫, ২৫-২২, ১৯-২৫ ও ১৭-১৫। অর্থাৎ বাংলাদেশ দুইবার এগিয়ে গেলেও সমতা ফিরিয়েছিল সৌদি আরব।

শেষ পর্যন্ত মীমাংসা পঞ্চম সেটে। সৌদি আরব অবশ্য এই আসরে টানা তৃতীয় ম্যাচ হেরেছে। এর আগে তারা শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের কাছেও হেরেছে। ছয় দলের টুর্নামেন্টে এই মুহূর্তে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের দুটি করে জয়। ১৫ অক্টোবর শীর্ষ দুই দল খেলবে আসরের ফাইনাল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫