কার্টুন নেটওয়ার্ক সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে?

প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৪ ০৬:৪০ অপরাহ্ণ ৪৬৩ বার পঠিত
কার্টুন নেটওয়ার্ক সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে?

‘টম অ্যান্ড জেরি’, ‘জন ব্র্যাভো’, ‘বেন ১০’-এর মতো জনপ্রিয় সিরিজ প্রচার করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল কার্টুন নেটওয়ার্ক। হঠাৎ করে খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) আলোচনায় উঠে এসেছে চ্যানেলটি। বিদায় কার্টুন নেটওয়ার্ক—এমন একটি হ্যাশট্যাগ এক্সে ট্রেন্ডিংয়ে রয়েছে। এক্স ছাপিয়ে ফেসবুকেও বিষয়টি নিয়ে বিস্তর চর্চা চলছে। চ্যানেলটির সঙ্গে নব্বইয়ের দশকের দর্শকদের বহু স্মৃতি জড়িয়ে আছে। অনেকে লিখছেন, তাহলে কার্টুন নেটওয়ার্ক সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে? না, চ্যানেলটি বন্ধ হচ্ছে না।


মূল ঘটনার সূত্রপাত এক্সে পোস্টকৃত অ্যানিমেশন ওয়ার্কার্স ইগনাইটেডের একটি ভিডিও থেকে। তাতে বলা হয়েছে, ‘কার্টুন নেটওয়ার্ক এখন প্রায় মৃত। অন্য বড় বড় অ্যানিমেশন স্টুডিওগুলোও ধুঁকছে। তাহলে অ্যানিমেশনের কর্মীরা কী করবেন? অনেক জায়গায় ছাঁটাই হচ্ছে, কেউ কেউ বছরের পর বছর ধরে বেকার।’ভিডিওটি এক্সে হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে। কার্টুন নেটওয়ার্কের স্থায়ীভাবে বন্ধ হওয়ার গুজবটা হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে। আসলে এটি নিছকই গুজব, চ্যানেলটি বন্ধ হচ্ছে না। অ্যানিমেশন ওয়ার্কার্স ইগনাইটেড মূলত নিজেদের পেশার দুরবস্থাকে তুলে ধরতেই ভিডিওটি পোস্ট করেছেন। সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কেউ কেউ।