৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ রোববার নিয়মিত আয়োজনের ২৫তম পর্বে বাংলা সাহিত্য বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১৯. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কে আবিষ্কার করেন?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. বসন্তরঞ্জন রায়
ঘ. সুকুমার সেন
২০.‘গুলে বকাওলী’ কাব্যটি কে রচনা করেন?
ক. আলাওল
খ. মানিক দত্ত
গ. মুহম্মদ মুকীম
ঘ. নওয়াজিস খান
মডেল টেস্ট - ২৫ (বাংলা সাহিত্য) এর উত্তর
১. ঘ। ২. খ। ৩. ঘ। ৪. গ। ৫. খ। ৬. গ। ৭. ঘ। ৮. ঘ। ৯. খ। ১০. খ। ১১. গ। ১২. গ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. গ। ১৭. ক। ১৮. খ। ১৯. গ। ২০. ঘ।