|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৯ অপরাহ্ণ

চারঘাটে পাথর ভর্তি ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ ৫ জন জেলে আহত


চারঘাটে পাথর ভর্তি ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ ৫ জন জেলে আহত


মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-


রাজশাহীর চারঘাটে পাথর ভর্তি ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ পাঁচজন জেলে আহত হয়েছে। গত মঙ্গলবার ভোর সাড়ে চারটায় উপজেলার সাদিপুর নিজ গ্রামে থেকে প্রতিদিনের মত রাওথা মাছ ধরার জন্য ভ্যানযোগে যাওয়ার সময় বানেশ্বর থেকে বাঘাগামী মহাসড়কে পল্লী বিদ্যুৎ মোড় হতে ১শ গজ উত্তরে পুলিশ ফায়ারিং নিকটে পৌছালে বানেশ্বর থেকে বাঘাগামী মহাসড়কে পাথর ভর্তি চুয়াডাঙ্গা ট-১১-০৩৫৯ ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে ব্যাটারী চালিত ভ্যানসহ রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত ব্যাক্তিরা হলেন সাদিপুর গ্রামের ধীরেন্দ্রনাথ ছেলে মুকুন্দ(৫৫),মৃত আক্কাস আলীর ছেলে আনারুল (৫৫), কোরবান আলীর ছেলে মহিনুর (৩২), মাইদুল ছেলে রমজান(৩৭) ও শ্রী অমুল্য ছেলে অমিত (২০) তাদের উভয়ই বাড়ি সাদিপুর গ্রামে।

থানা সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে আহতদের চারঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মুকুন্দকে রামেক হাসপাতালে প্রেরন করেন।

এবিষয়ে মডেল থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। তবে হেলপার মশিউর রহমান সহ ঘাতক ট্রাকটি আটক করা হয়। এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫