কুড়িগ্রামে অবাধে পাখি শিকার: বন্দুক ও পাখি উদ্ধার, জরিমানা আদায়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্দুক দিয়ে অবাধে পাখি শিকারের অভিযোগে তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
- বুধবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলা প্রশাসন কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ এই জরিমানা আদায় করেন,শিকারীদের কাছ থেকে একটি দুনলা বন্দুক জব্দ করা হয়েছে,
অভিযুক্তরা হলেন:- কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে ফরিদ আহমেদ মিলন (৪৮)
- তার ভাই আরিফ হোসেন (২৪)
- একই এলাকার আবদুস ছালামের ছেলে আবদুস সাফি (৩৬)
অভিযুক্ত তিনজন মিলে রায়গঞ্জ ইউনিয়নের দুধকুমার নদের পাড়ে মোল্লাভিটা পাঁচমাথা ঘাট এলাকায় তিন দিন ধরে অবাধে পাখি শিকার করছিলেন,বুধবার বিকেলে তারা বন্দুক দিয়ে ১৭ টি পাখি শিকার করলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়।
- আইনি পদক্ষেপ:
- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় ৩ জনের ৩০ হাজার টাকা জরিমানা করেন।
- নির্বাচন চলাকালীন সময়ে গণবিজ্ঞপ্তির ধারা লঙ্ঘন করায় পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি জব্দ করে কচাকাটা থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫