|
প্রিন্টের সময়কালঃ ১৪ আগu ২০২৫ ০৯:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ আগu ২০২৫ ০৬:৩৮ অপরাহ্ণ

মুরাদনগরে সোনালি আউশ ধান ঘরে তোলার উৎসব


মুরাদনগরে সোনালি আউশ ধান ঘরে তোলার উৎসব


আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 


 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এখন সোনালি আউশ ধান কেটে ঘরে তোলার ব্যস্ত মৌসুম চলছে। খেতজুড়ে পাকা ধানের সুবাসে ভরে উঠেছে গ্রামাঞ্চল। কৃষকেরা কেউ কাস্তে হাতে ধান কাটছেন, কেউ মাড়াইয়ে ব্যস্ত, আবার কেউবা পরিবারের সদস্যদের সঙ্গে মিলে সেই ধান ঘরে তুলছেন—গ্রামে যেন এক উৎসবের আমেজ।

 


 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মুরাদনগরে ১১ হাজার ৪৩৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১ হাজার ৪৫০ মেট্রিক টন। চাষের জন্য ব্যবহৃত হয়েছে ব্রিধান-৪৮, ব্রি ধান-৮২, ব্রি ধান-৮৫, ব্রি ধান-৯৮, ব্রিধান-১০৬ এবং বিনা ধান-১৯ জাত।

 


 

আউশ ধান মূলত বৃষ্টিনির্ভর হওয়ায় এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। আকবপুর ইউনিয়নের কৃষক রুবেল জানান, তিনি ১ বিঘা জমিতে ব্রি ধান-৯৮ চাষ করে পেয়েছেন ১৮ মণ ধান, যা গতবারের তুলনায় অনেক বেশি।
 

এবার মুরাদনগরের মাঠে মাঠে শুধু ধানের সুবাস নয়, কৃষকের প্রাপ্তির আনন্দও ভাসছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫