|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০৪:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৩ ০১:১৮ অপরাহ্ণ

দুই এসএসসি পরীক্ষার্থী নিহত ট্রাকের চাপায়


দুই এসএসসি পরীক্ষার্থী নিহত ট্রাকের চাপায়


সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী বিনেরপোতা এলাকায় ট্রাকের চাপায় দুই এস এস সি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলো, উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মন্ডলের ছেলে অঙ্কুশ মন্ডল(১৭)।

গতকাল রবিবার (২১ মে) রাত ৯ টার দিকে তালা উপজেলার সিমান্তবর্তী সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আকাশ ও অঙ্কুশ মন্ডল একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার সুরুলিয়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিল।


পথিমধ্যে রাত ৯টার দিকে তালা উপজেলার সিমান্তবর্তী সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ও অঙ্কুশ ঘটনাস্থলাই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থাল পৌঁছিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫