আরেফিনের নতুন ছবিতে অভিনয় করবেন পাওলি দাম

ঢাকা প্রেস : নির্মাতা ফাখরুল আরেফীন খানের নতুন ছবি "নীল জোছনা"-য় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। এটি আরেফিনের চতুর্থ ছবি, যা নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস "নীল জোছনার জীবন" অবলম্বনে।
এই ছবিতে পাওলি অভিনয় করবেন প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করবেন একজন বাংলাদেশী অভিনেতা, যার নাম এখনো চূড়ান্ত হয়নি।
গত বুধবার কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন নির্মাতা ফাখরুল আরেফীন খান।
কলকাতা থেকে মুঠোফোনে পাওলি বলেছেন, "গত বছর নির্মাতা ফাখরুল আরেফীন খান আমার সাথে এই সিনেমা নিয়ে যোগাযোগ করেছিলেন। প্রথমে তার কাছ থেকে গল্পটি শুনেছিলাম। পরে যখন বইটি পড়লাম, তখন খুব ভালো লাগলো। বলা যায় এই সিনেমার সাথে সেদিন থেকেই জড়িয়ে আছি।"
"প্যারালাল ইউনিভার্স নিয়ে বাংলায় কাজ হয়নি বললেই চলে। হলিউডে কিছু কাজ হয়েছে।" - যোগ করেছেন তিনি।
নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেছেন, "নীল জোছনা" সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ৬ বছর আগে। প্যারাসাইকোলজি নিয়ে আমার ধারণা এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই যখন আমি মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর।"
"নীল জোছনা" সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসের শেষদিকে। একটানা চলবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫