|
প্রিন্টের সময়কালঃ ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা


কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা


কুড়িগ্রাম প্রতিনিধি:


 

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের দাপট। প্রতিদিনই তাপমাত্রা কমছে, আর ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো অঞ্চল। পরিস্থিতি এমন যে, দিনের আলোতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার পাশাপাশি উত্তরের হিমেল বাতাস সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। যদিও দুপুরে সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়ে, তবুও শীতজনিত অসুস্থতায় বেশি ভুগছেন শিশু ও বয়স্করা।
 

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুয়াশা আরও ঘন হবে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বর্তমানে জেলায় গড়ে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে বলেও তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫