|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে বেইলি ব্রিজের নিচে মিললো ২ নবজাতকের মরদেহ


কুড়িগ্রামে বেইলি ব্রিজের নিচে মিললো ২ নবজাতকের মরদেহ


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
 

জানা যায়, মঙ্গলবার ওই ব্রিজের নিচে কয়েকজন গ্রামবাসী গোসল করতে এসে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখেন। অদূরে পানির কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা। এ খবর ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে শতাধিক মানুষ ব্রিজের নিচে ভিড় করে।
 

পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে মরদেহ দুটি উদ্ধারের পর সুরতহাল করে পুলিশ।
 

স্থানীয় লোকজন জানান, কয়েকজন ব্রিজের নিচের কুড়ায় (জলাশয়) গোসল করতে নেমে মরদেহ দুটি দেখতে পান। পরে শতশত মানুষ আসতে শুরু করে।
 

বলদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিদ্দিক আলী বলেন, নবজাতকদের মরদেহ দেখে মনে হচ্ছে বয়স ৫-৬ মাস হবে। দুটি নবজাতকই কন্যা। হয়তো দুজন যমজ। কে বা কারা ফেলে গেছে এর তথ্য পাওয়া যায়নি।
 

কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহ দুটির সুরতহাল শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫