|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

আবারও বাজিগর ২ নিয়ে আলোচনায় শাহরুখ খান


আবারও বাজিগর ২ নিয়ে আলোচনায় শাহরুখ খান


ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা বাজিগর নিয়ে আবারও সরগরম বলিউড। শাহরুখ খানের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে সিনেমাটির সিক্যুয়াল নির্মাণের গুঞ্জন। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমা বলিউডে এক যুগান্তকারী অধ্যায় তৈরি করেছিল।
 


সম্প্রতি বাজিগর সিনেমার প্রযোজক রতন জৈন ইটাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে সিক্যুয়াল নির্মাণের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, “শাহরুখ খানের সঙ্গে আলোচনা চলছে। তবে তিনি যদি পুনরায় সেই চরিত্রে অভিনয়ে রাজি হন, তবেই প্রকল্পটি এগোবে।”
 

রতন জৈন আরও জানান, সিক্যুয়ালের জন্য ইতিমধ্যেই একটি প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। গল্পের মৌলিকতা বজায় রেখে নতুন দৃষ্টিভঙ্গিতে স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে। তিনি আরও বলেন, “আমরা শাহরুখের সঙ্গে বাজিগর ২ নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। তবে এখনো বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিত্রনাট্য চূড়ান্ত হলে এর কাজ শুরু হবে।”
 

১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তি পাওয়া বাজিগর শাহরুখ খানকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করে। আব্বাস-মাস্তান পরিচালিত এই সিনেমায় কাজল, শিল্পা শেঠি, রাখী, এবং জনি লিভারের মতো অভিনেতারাও ছিলেন। সিনেমাটি রহস্যময় কাহিনী, অনবদ্য অভিনয় এবং অসাধারণ সাউন্ডট্র্যাকের জন্য আজও প্রশংসিত।
 

সম্প্রতি সিনেমাটির ৩১তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ভক্তদের আবেগ আর প্রযোজকদের পরিকল্পনার মিশ্রণে বাজিগর ২ নিয়ে উন্মাদনা যেন নতুন উচ্চতায় পৌঁছেছে। এখন দেখার বিষয়, শাহরুখ খান আবার সেই রহস্যময় চরিত্রে পর্দা কাঁপাবেন কিনা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫