|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ

ইরানের আগুন উৎসবে নিহত ১১ ও আহত ৩৫৫০


ইরানের আগুন উৎসবে নিহত ১১ ও আহত ৩৫৫০


পারস্য নববর্ষের আগে ইরানের ঐতিহ্যবাহী আগুন উৎসব উদযাপনের সময় দেশটিতে ১১ জন নিহত এবং সাড়ে তিন হাজারেরও বেশি আহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

জরুরি পরিষেবা প্রধান জাফর মিয়াদফর বলেছেন, ‘২০ ফেব্রুয়ারি থেকে চাহারশানবে সুরি সম্পর্কিত ঘটনায় ২৬ জন মারা গেছে।’ এ ছাড়াও উৎসবের দিন অন্তত ১১ জন এবং ৩ হাজার ৫৫০ জনেরও বেশি আহত হয়েছে।

ফারসি ভাষায় চাহারশানবে সুরি নামে আগুন উৎসবটি প্রতিবছর ইরানি ক্যালেন্ডার বছরের শেষ মঙ্গলবার রাতে পালিত হয়। ২০ মার্চ পর্যন্ত এই উৎসব চলে।

উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য আগুনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং স্লোগান দেয়। উৎসবটি ইরানের প্রাক-ইসলামিক ঐতিহ্যের অংশ। এই উৎসব ইরানের তরুণদের কাছে বেশ জনপ্রিয়।

দেশটির প্রধান জাফর মিয়াদফর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ২০ ফেব্রুয়ারি থেকে চাহারশানবে সুরি সম্পর্কিত ঘটনায় ২৬ জন মারা গেছে।

এছাড়াও উৎসবের দিন অন্তত ১১ জন এবং ৩ হাজার ৫৫০ জনেরও বেশি আহত হয়েছে।

তবে এই উৎসব ইরানের তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তাদের মধ্যে অনেকেই উৎসবের জন্য তাদের নিজস্ব আতশবাজি তৈরি করে


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫