কুকুরের ঘেউ ঘেউ শব্দে সেপটিক ট্যাংকে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে সেপটিক ট্যাংক থেকে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক মো. রবিন হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চুলডগি এলাকার জামালের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজহরিতালুক গ্রামের মাকু মিয়া সওদাগর বাড়ির মো. ইউনূসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তিনি তার সৎ মা রুনা আক্তারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় কালাদরাপ ইউনিয়নের ডিবি রোড থেকে রবিন অটোরিকশাসহ নিখোঁজ হন।
পরিবারের সদস্যরা জানতে পারেন, সেদিন সন্ধ্যায় একই গ্রামের জুয়েল (২৬) ও আরও কয়েকজনকে রবিনের সঙ্গে মোবাইল নিয়ে ধস্তাধস্তি করতে দেখা যায়। স্থানীয়রা জুয়েলকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এলোমেলো কথা বলেন। পরে তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার সকালে জামালের বাড়ির সেপটিক ট্যাংকের সামনে একটি কুকুর বারবার ঘেউ ঘেউ করতে থাকে। সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ট্যাংকের স্ল্যাব খুলে রবিনের মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, "রবিনকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। নিহতের সৎ মা ৫ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ঘটনাটি অপহরণ মামলা হিসেবে রুজু করে। মোবাইলের সূত্র ধরে দুইজনকে আটক করা হয়েছে, যারা ভিকটিমের মোবাইল ব্যবহার করছিল।"
তিনি আরও বলেন, "সেপটিক ট্যাংকের সামনে কুকুরের ঘেউ ঘেউ আমাদের সন্দেহের দিকটি নির্দেশ করে। এভাবেই আমরা রবিনের মরদেহ খুঁজে পাই।"
এই ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫