|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১০:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:২৫ অপরাহ্ণ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার মাদক ও অস্ত্র জব্দ, আটক ২


টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার মাদক ও অস্ত্র জব্দ, আটক ২


মো:মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা প্রতিনিধি:

 

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।
 

(২৩ জানুয়ারী ২০২৬) শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহকে আটক করা হয়।
 

আটকের পর তাদের দেহ ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড গুলি, ১২৬ পিস ইয়াবা, দুটি ওয়াকি-টকি সেট এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
 

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
 

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬